প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা?
আজকের এই পোস্টের আমরা এইচএসসি আইসিটি বইয়ের পার্ট 2 এর বিশ্বগ্রাম ও তার উপাদান নিয়ে আলোচনা করব।
আলোচনা শেষে এই পাঠ থেকে আসতে পারে এমন কিছু প্রশ্ন ও উত্তর দিয়ে দেয়া হবে।
বিশ্বগ্রামের ধারনা :

গ্লোবাল শব্দের অর্থ হল বিশ্ব এবং গ্লোবাল ভিলেজ শব্দের অর্থ বিশ্বগ্রাম(Global village)। এটি তথ্য ও প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষেই একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায়ে এবং একে অপরকে সেবা প্রদান করে থাকে অর্থাৎ গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি ধারণা যেখানে গোটা পৃথিবীটাকেই একটি গ্রাম হিসাবে বিবেচনা করা যায়।
গ্লোবাল ভিলেজ হলো প্রযুক্তিনির্ভর একটি বিশ্ব যাতে অনেক দূরে অবস্থান করেও বিশ্বের সবদেশ সবজাতি একটি গ্রামের মতো সুবিধা পায়।
বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলতে সাধারণত এমন একটি ধারণাকে বোঝানো হয় যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পরের সাথে সহজ যাতায়াত ও ভ্রমণ, গণমাধ্যম ও ইলেকট্রনিক যোগাযোগের (রেডিও, টেলিভিশন, টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট প্রভৃতি) মাধ্যমে একক কম্যুনিটিতে পরিণত হয়।
বিভিন্ন ধরনের মিডিয়া বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর ব্যাপক ব্যবহার ও প্রভাবের কারণে আজ বিশ্বের কোনো এক দেশের এক প্রান্তের লোকজন অন্য প্রান্তের অন্য কোনো দেশের লোকের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারছে।
তথ্যের এই আদান প্রদান বিশ্বকে এতটাই কাছে নিয়ে এসেছে যে এটি এখন একটি গ্রাম বা ভিলেজ হিসেবে আবির্ভূত হয়েছে। এখন মানুষ তাৎক্ষণিকভাবে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করতে চলতে পারে। বৈশ্বিক যোগাযোগের এ ব্যবস্থাকে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলে।
মানুষ দ্রুততার সাথে আন্তর্জাতিকভাবে সংগঠিত তথ্যাবলী সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহের মাধ্যমে নিজের তথ্য ব্যবসা বাণিজ্যের উন্নয়ন করতে পারছে বলে একে তথ্য ও যোগাযোগ ব্যবস্থার আধুনিক রূপ বলা হয়।
এর প্রতিষ্ঠার উপাদানসমূহঃ হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট সংযোগ বা কানেক্টিভিটি, ডেটা এবং মানুষের জ্ঞান বা সক্ষমতা।
জনকঃ মার্শাল ম্যাকলুহান।
যোগাযোগ(Communication):
ফোন/মোবাইল, ফ্যাক্স, ইন্টারনেট, ই-মেইল, অডিও-ভিডিও চ্যাটিং, এসএমএস, এমএমএস, অডিও-ভিডিও কনফারেন্সিং, রেডিও-টেলিভিশন সম্প্রচার ইত্যাদি।
রেডিও(Radio) :
একটি গ্রাহকযন্ত্র যা রিসিভারের মাধ্যমে বেতারতরঙ্গ ধারন করে তাকে এমপ্লিফাই বা সম্প্রসারিত করে বাজিয়ে শোনায়।
টেলিভিশন(Television):
ছবি ও শব্দ প্রেরণযন্ত্র যা একটি নির্দিষ্ট সম্প্রচার কেন্দ্র থেকে রেকর্ডকৃত অথবা ভিডিও ক্যামেরা দিয়ে ধারণকৃত ইলেক্ট্রনিক সিগ্ন্যাল পাঠিয়ে এবং উক্ত সম্প্রচার কেন্দ্রের চ্যানেলে সংযোগকৃত টেলিভিশন সেটে তথ্য, শব্দ এবং লাইভ প্রোগ্রাম ইত্যাদি দেখা যায়।
স্যাটেলাইট :
বিশেষ ধরনের তারবিহীন রিসিভার/ট্রান্সমিটার যেটি পৃথিবীর চারদিকে প্রদিক্ষিণ করতে পারে এমন স্থানে স্থাপিত।
এর প্রধান প্রধান ব্যবহারঃ আবহাওয়ার পূর্বাভাস, টেলিভিশন সম্প্রচার, অপেশাদার টেলিযোগাযোগ, ইন্টারনেট যোগাযোগ এবং গ্লোবাল পজিশনিং সিস্টেম (Global Positioning System – GPS)।
ইন্টারনেট:
পৃথিবীজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা। ইন্টারনেটকে নেটওয়ার্কের নেটওয়ার্ক বা ইন্টারনেটওয়ার্কও বলা হয়।
বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলো নেটওয়ার্কের সমন্বিত ব্যবস্থাই ইন্টারনেট। ইন্টারনেটের উপাদান হলো এর ব্যবহারকারী, তথ্য, টেলিযোগাযোগ ব্যবস্থা, কম্পিউটার প্রভৃতি।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে এর পত্তন ঘটে।
পৃথিবীর সর্ববৃহৎ নেটওয়ার্ক হিসেবে ইন্টারনেটকে অভিহিত করা হয়ে থাকে। কারণ বর্তমানে ইন্টারনেট সারা পৃথিবীকে গ্লোবাল নেটওয়ার্কের আওতায় আনতে সক্ষম হয়েছে।
ইন্টারনেটে সংযুক্ত কোনো কম্পিউটার বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অসংখ্য সার্ভার ও কম্পিউটার থেকে তথ্য অ্যাকসেস করতে পারে।
ই-মেইল:

কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে এক কপিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান-প্রদান ব্যবস্থা। ই-মেইল অ্যাড্রেসের ২টি অংশ থাকে – (১) ব্যবহারকারীর পরিচিতি ও (২) ডোমেইন নেম। এছাড়া ই-মেইল বার্তা ৩টি অংশ নিয়ে গঠিত – (১) খাম/মোড়ক, (২) হেডার/ঠিকানা ও (৩) মূলবার্তা।
জনকঃ রেমন্ড স্যামুয়েল টমলিনসন।
ডিজিটাল টেলিফোন :
আধুনিক বা ডিজিটাল সব সুবিধা নিয়ে তৈরী টেলিফোন।
মোবাইল ফোন:
ইলেক্ট্রনিক ডিভাইস যা বেস ষ্টেশনের একটি সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে ফুল ডুপ্লেক্স দ্বিমুখী রেডিও টেলিকমিউনিকেশন্সকে ব্যবহার করে থাকে। এ ফোনকে মোবাইল বা সেলুলার ফোন বা সেলফোন নামেও ডাকা হয়।
জনকঃ মার্টিন কুপার।
টেলিকনফারেন্সিং:
টেলিযোগাযোগের মাধযমে বিভিন্ন স্থান হতে সভা অনুষ্ঠান করে কার্যবিবরনী জানা, মতামত, রিপোর্ট পেশ করা, সিদ্ধান্ত নেয়া ইত্যাদি করার পদ্ধতি। মরি টারফ ১৯৭৫ সালে টেলিকনফারেন্সিং উদ্ভাবন করেন।
টেলিকনফারেন্সিং ৩ প্রকার।
যথা: i. পাবলিক কনফারেন্স ii. ক্লোজড কনফারেন্স iii. রিড অনলি কনফারেন্স।
ভিডিও কনফারেন্সিং(Video conference) :

একসারি ইন্টারএক্টিভ টেলিযোগাযোগ প্রযুক্তি যেগুলো দুই বা ততোধিক অবস্থান হতে নিরবচ্ছিন্ন দ্বিমুখী অডিও এবং ভিডিও সম্প্রচারের মাধ্যমে একত্রে যোগাযোগ স্থাপনের সুযোগ দেয়।
ভিডিও কনফারেন্সিং-এর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো নিচে উল্লেখ করা হলো-
i. মাল্টিমিডিয়া কম্পিউটার বা ল্যাপটপ ii. মডেম iii. ইন্টারনেট সংযোগ
iv. ওয়েব ক্যামেরা v. ভিডিও কনফারেন্সিং উপযোগী সফটওয়্যার ইত্যাদি।
ই-কমার্স :
ইন্টারনেট বা অন্য কোন কম্পিউওটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেক্ট্রনিক পদ্ধতিতে পন্য বা সেবা ক্রয় বিক্রয়ের কাজ । ই-কমার্স এর মাধ্যমে সহজে লেনদেন সম্পাদন করা যায়।

স্বল্প সময়ে এবং খম খরচে বিজ্ঞাপন, যোগাযোগ অবকাঠামোগত উন্নয়ন প্রভৃতি কার্য সম্পাদন করা যায়। ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার করে মুদ্রার মানের পরিবর্তন হয় না কিন্তু হিসারের মধ্যে সমন্বয় সাধন করা হয়।
লেনদেন কাজে সুবিধা ও নিরাপত্তার জন্য অটোমেটিক টেলার মেশিন (ATM) ব্যবহৃত হয়।
ডাটা দিয়ে ব্যাংকের লেনদেনে ম্যাগনেটিভ স্ট্রিপ (চৌম্বক কালির রেখা) বিশিষ্ট ব্যাংক কার্ড ব্যবহৃত হয়। যা দিয়ে যে কোনো সময় ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যায়।
কর্মসংস্থান:
ই-কমার্স এবং আঊটসোর্সিং। গ্লোবাল আউটসোর্সিং এর প্রধান মার্কেটপ্লেসসমূহঃ ফ্রিল্যান্সার ডট কম, ওডেস্ক, ইল্যান্স, গুরু, ভিওয়ার্কার, ফাইবার ডট কম ইত্যাদি।
আউটসোর্সিং-এর অর্থ হলো নিজ স্থানে বা এলাকা থেকে প্রযুক্তি ব্যবহার করে বিদেশ থেকে অর্থ উপার্জন করার পদ্ধতি।
আউটসোর্সিং এর ফলে শিক্ষিত জনবল এই শিল্পকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের মাধ্যম স্বাবলম্বী হচ্ছে। অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের ক্ষেত্রে যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।
শিক্ষা :

গুগল সার্চিং, ইউটিউব ভিডিও টিউটোরিয়াল, শিক্ষামূলক ওয়েবসাইট সার্চিং, অনলাইনে ভর্তি হওয়া, ক্লাস করা, ইক্সাম দেওয়া, বিদেশে স্কলারশিপ অর্জন ইত্যাদি।
ই-লার্নিং এর মাধ্যমে ঘরে বসে হাজার মাইল দূরের লাইব্রিতে পড়াশুনা করা যায়। ই-লার্নিং হলো অনলাইনভিত্তিক পড়াশুনা। এখানে একজন শিক্ষার্থী বাসায় বসে দূরের যে কোনো লাইব্রেরিতে পড়াশুনা করতে পারে।
তথ্য প্রযুক্তির সুবিধা ব্যবহার করে সনাতন পদ্ধতির বইয়ের ডিজিটাল রূপ (ই-বুক) যে ওয়েবসাইটে সংরক্ষিত থাকে তাকে অনলাইন লাইব্রেরি বলে।
এসব অনলাইন লাইব্রেরি থেকে শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করে পড়তে পারে এবং ভিডিও চিত্র দেখে সহজে শিখতে পারে। যা ত্যর পাঠ্য বই অধ্যায়নে সহায়ক ভূমিকা রাখে।
চিকিৎসা:
ডেটাবেস ফাইলে হাজার হাজার রোগীর অবস্থা, প্যাথলজিক্যাল রিপোর্ট তৈরী, অভিজ্ঞ চিকিৎসক দের ব্যবস্থাপত্র সংরক্ষণ, পরামর্শ গ্রহণ, ভিডিও কনফারেন্সিঙ্গএর মাধ্যমে অন্য দেশে চিকিৎসা প্রদান, টেলিমেডিসিন সার্ভিস প্রদান ইত্যাদি।
স্মার্ট হোম :

এমন একটি বাড়ি যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম এবং সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়।
ব্যবহৃত ডিভাইসঃ টেলিভিশন, এসি, লাইট, ফ্যান, সিকিউরিটি বা সিসি ক্যামেরা ইত্যাদি ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করার জন্য ডিজিটাল বা আধুনিক প্রযুক্তিতে তৈরী মোবাইল বা রিমোট কনট্রোলিং ডিভাইস ব্যবহার করে একটি কেন্দ্রীয় অবস্থা থেকে নিয়ন্ত্রন করা যায়।
সামাজিক যোগাযোগ:
আইসিটিতে সামাজিক যোগাযোগ বলতে নেটওয়ার্কের মাধ্যমে মানুষে মানুষে মিথস্ক্রিয়াকেই বোঝায়। এর অর্থ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ ও ভাব প্রকাশের জন্য মানুষ যা কিছু সৃষ্টি, বিনিময় কিংবা আদান-প্রদান করে তাই সামাজিক যোগাযোগ।
ইন্টারনেটে গড়ে উঠেছে অনেক প্ল্যাটফর্ম, যা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুইটি মাধ্যম হলো ফেসবুক ও টুইটার।
এই টপিক থেকে আসতে পারে এমন কিছু প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলঃ
ক-অংশ – জ্ঞানমূলক প্রশ্নোত্তরঃ (১ নম্বর)
১। বিশ্বগ্রাম কী?
উত্তর: বিশ্বগ্রাম: গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে থাকে।
২। টেলিমেডিসিন কী?
উত্তর: টেলি মেডিসিন: টেলিমেডিসিন সেবা বলতে বোঝায় মোবাইল ফোন বা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা।
৩। ই-কর্মাস কী?
উত্তর: ই কমার্স:বর্তমানে বিশ্বের প্রায় সকল দেশের মধ্যে বিস্তৃত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনকে ই-কর্মাস (ECommerce) বলে ।
৪। ই-মেইল কী?
উত্তর: ই-মেইল: Electronic mail কে সংক্ষেপ E-mail বলা হয়। এটি একটি উন্নত ও দ্রুত বৈদ্যুতিক ডাক ব্যবস্থা। এটি এমন এক নেটওয়ার্ক ব্যবস্থা যার মাধ্যমে স্বল্প ব্যয়ে তাৎক্ষণিকভাবে বিশ্বের যেকোনো প্রান্তে সংবাদ আদান প্রদান করা যায়।
৫। ইন্টারনেট কী?
উত্তর: ইন্টারনেট: ইন্টারনেট পৃথিবী বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক। এটি অসংখ্য ছোট বা বড় নেটওয়ার্কের সংযোগে তৈরি একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক।
৬। কত দশকে ইন্টারনেট চালু হয়?
উত্তর: নব্বই দশকে ইন্টারনেট চালু হয়।
৭। অফিস অটোমেশন কী?
উত্তর: অফিস অটোমেশন: তথ্য প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অফিসের সার্বিক কার্যক্রমে (যেমন-ডকুমেন্ট তৈরি, ডকুমেন্ট নথিভুক্তকরণ ও সংরক্ষণ ইত্যাদি) দক্ষতার সাথে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করাকে অফিস অটোমেশন বলে।
৮। ভিডিও কনফারেন্সিং কী?
উত্তর: ভিডিও কনফারেন্সিং টেলিকমিউনিকেশন ব্যবস্থায় মনিটর বা পর্দায় অংশগ্রহণকারীরা পরস্পরের সম্মুখীন হয়ে যখন একে অন্যকে দেখে কথোপকথনে অংশগ্রহণ করে তখন তাকে ভিডিও কনফারেন্সিং বলা হয়।
৯। তিনটি কমিউনিকেশনের নাম লেখ।
উত্তর: স্যাটেলাইট কমিউনিকেশন, টেলি কমিউনিকেশন ও ওয়্যারলেস কমিউনিকেশন।
১০। GPS-এর পূর্ণনাম কী?
উত্তরঃ GPS-এর পূর্ণনাম- Global Positioning System.
১১। GSM-এর পূর্ণনাম কী?
উত্তর: GSM-এর পূর্ণনাম- Global System for Mobile Communications.
১২। বারকোড কী?
উত্তর: বারকোড হলো এক প্রকার সাংকেতিক চিহ্ন, যার দ্বারা পণ্যের নাম, প্রস্তুতকারকের নাম, মূল্য প্রভৃতি তথ্য সংযুক্ত করা হয়।
১৩। অফিস অটোমেশনের প্রচলন কখন শুরু হয়?
উত্তর: ১৯৭০ সালের দিকে অফিসগুলোতে অটোমেশনের প্রচলন শুরু হয়।
১৪। ওয়েব পেইজ কী?
উত্তর: ইন্টারনেট বিশেষ পেইজে প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য সংরক্ষণ করে রাখা যায়, তাকে ওয়েব পেইজ বলে।
১৫। ব্লগার কি?
উত্তর: যিনি ইন্টারনেট ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়।
১৬। জিআইএস কী?
উত্তরঃ জিআইএস এমন এমন একটি সিস্টেম যা প্রাকৃতিক, সম্পদ, ভূমি, পরিবেশ তথা ভৌগোলিক অবকাঠামো ও পারিপার্শ্বিক বিষয় সংক্রান্ত তথ্য বিশ্লেষণ ও সংগঠন করতে পারে।
১৭। টেলিকনফারেন্সিং উদ্ভাবন করেন কে কত সালে?
উত্তর: মরি টারফ ১৯৭৫ সালে টেলিকনফারেন্সিং উদ্ভাবন করেন।
১৮। টেলিকনফারেন্সিং কত প্রকার?
উত্তরঃ টেলিকনফারেন্সিং ৩ প্রকার। যথা i. পাবলিক কনফারেন্স ii. ক্লোজড কনফারেন্স iii. রিড অনলি কনফারেন্স।
১৯। বুলেটিন বোর্ড কী?
উত্তর: বুলেটিন বোর্ড একটি শক্তিশালী বোর্ড, যা কেন্দ্রিয় কম্পিউটারের সাথে অন্যান্য কম ক্ষমতাসম্পন্ন কম্পিউটার ও টেলিফোন লাইনের মাধ্যমে সংযুক্ত থাকে।
২০। রিজার্ভেশন সিস্টেম কী?
উত্তর: রিজার্ভেশন সিস্টেম হলো- ইলেকট্রনিক উপায়ে আসন ব্যবস্থা করা।
২১। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কী?
উত্তর: আধুনিক কম্পিউটার ব্যবস্থায় টেলিফোন ও ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে দ্রুত অর্থ স্থানান্তর করা যায়। এ পদ্ধতিকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলে।
২২। ATM কী?
উত্তরঃ ATM দ্বারা বোঝায় Automated Teller Machine। এটি একটি স্বয়ংক্রিয় ব্যাংকিং ব্যবস্থা। এর মাধ্যমে অর্থ উত্তোলন করা যায়।
খ-অংশ – অনুধাবনমূলক প্রশ্নোত্তরঃ (২ নম্বর)
১। সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কী বোঝায়?
উত্তর: সামাজিক যোগাযোগ, আইসিটিতে সামাজিক যোগাযোগ বলতে নেটওয়ার্কের মাধ্যমে মানুষে মানুষে মিথস্ক্রিয়াকেই বোঝায়।
এর অর্থ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ ও ভাব প্রকাশের জন্য মানুষ যা কিছু সৃষ্টি, বিনিময় কিংবা আদান-প্রদান করে তাই সামাজিক যোগাযোগ।
ইন্টারনেটে গড়ে উঠেছে অনেক প্ল্যাটফর্ম, যা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুইটি মাধ্যম হলো ফেসবুক ও টুইটার।
২। ICT শিক্ষায় শিক্ষিত জনবলের জন্য উপার্জনের ক্ষেত্রে সহজ সুযোগ সৃষ্টি হয়েছে- ব্যাখ্যা কর।
উত্তর: ICT শিক্ষায় শিক্ষিত যে কেউ আউটসোসিং-এর মাধ্যমে সহজেই অর্থ উপার্জন করতে পারে।
আউটসোর্সিং-এর অর্থ হলো নিজ স্থানে বা এলাকা থেকে প্রযুক্তি ব্যবহার করে বিদেশ থেকে অর্থ উপার্জন করার পদ্ধতি। আউটসোর্সিং এর ফলে শিক্ষিত জনবল এই শিল্পকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের মাধ্যম স্বাবলম্বী হচ্ছে। অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের ক্ষেত্রে যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।
৩। ঘরে বসে হাজার মাইল দূরের লাইব্রেরিতে পড়াশুনা যায়-ব্যাখ্যা কর।
উত্তর: ই-লার্নিং এর মাধ্যমে ঘরে বসে হাজার মাইল দূরের লাইব্রিতে পড়াশুনা করা যায়।
ই-লার্নিং হলো অনলাইনভিত্তিক পড়াশুনা। এখানে একজন শিক্ষার্থী বাসায় বসে দূরের যে কোনো লাইব্রেরিতে পড়াশুনা করতে পারে।
তথ্য প্রযুক্তির সুবিধা ব্যবহার করে সনাতন পদ্ধতির বইয়ের ডিজিটাল রূপ (ই-বুক) যে ওয়েবসাইটে সংরক্ষিত থাকে তাকে অনলাইন লাইব্রেরি বলে।
এসব অনলাইন লাইব্রেরি থেকে শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করে পড়তে পারে এবং ভিডিও চিত্র দেখে সহজে শিখতে পারে। যা ত্যর পাঠ্য বই অধ্যায়নে সহায়ক ভূমিকা রাখে।
৪। বিশ্বগ্রামের মাধ্যমে লোকজন কিভাবে একটি একক কমিউনিটিতে পরিণত হয়।
উত্তর: বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস কর এবং ইলেকট্রনিক মি প্রযুক্তি ব্যবহারের মাধ্যম তারা তাদের চিন্তা-চেতনা, অভিজ্ঞতা, সংস্কৃতি-সৃষ্টি ইত্যাদি শেয়ার করতে পারে ও একে অপ্রকে সেবা প্রদান করে থাকে।
তথ্য ও প্রযুক্তির বিকাশ, বিশ্ব যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনই বিশ্বের সভ্যতা ও জনসমাজে পারস্পরিক নৈকট্য সুদৃঢ় করেছে। ফলে বিশ্বগ্রামের মাধ্যমে লোকজন একটি একক কমিউনিটিতে পরিণত হয়েছে।
৫। তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম-ব্যাখ্যা কর।
উত্তরঃ বিশ্বগ্রাম এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষ একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্তৃত ব্যবহার তথা তথ্য আদান প্রদানের জন্য ইনফরমেশন সুপার হাইওয়ের সাথে সংযোগ ছাড়া বিশ্বশ্রামের ধারনা অসম্ভব।
৬। বিশ্বকে একটি গ্রামের সাথে তুলনা কম হয় কেন ব্যাখ্যা কর।
উত্তরঃ বিশ্বগ্রাম বলতে সাধারণত এমন একটি ধারণাকে বোঝানো হয় যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পরের সাথে সহজ যাতায়াত ও ভ্রমন, গণমাদ্যম ও ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে যুক্ত থাকে এবং ক্রমেই একটি একক ক্যুনিটিতে পরিণত হয়। বিভিন্ন ধরনের মিডিয়া বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ব্যাপক ব্যবহার ও প্রবাহের কারণে আজ বিশ্বের কোনো এক দেশের এক প্রান্তের লোকজন অন্য প্রান্তের অন্য কোনো দেশের লোকের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারছে। তথ্যের এ আদান-প্রদান বিশ্বকে এতটাই কাছে নিয়ে এসেছে যে এটিকে এখন একটি গ্রামের সাথে তুলনা করা হয়েছে।
৭। বিশ্বগ্রাম এর সুবিধাসমূহ লিখ।
উত্তর: গ্লোবাল ভিলেজের গুরুত্বপূর্ণ কিছু সুবিধা নিম্নরুপ-
- সারা পৃথিবী মানুষের মুঠোয় এসেছে।
- মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়েছে। মানুষের কাজের দক্ষতা এবং গতি বৃদ্ধি পাচ্ছে।
- ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে এবং লেনদেন সহজতর হচ্ছে।
- অন-লাইন লাইব্রেরী, অন-লাইন ইউনিভার্সিটি, ভিডিও টিউটোরিয়াল বা বিভিন্ন প্রকার ই-বুক ব্যবহারের ফলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হচ্ছে।
- ঘরে বসেই সহজে উন্নত স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে।
- সকল ধরনের ব্যবস্থাপনার খরচ কমে আসছে।
- গবেষণার উপাত্ত ও তথ্য প্রাপ্তি সহজতর হচ্ছে এবং সহজেই বিভিন্ন গবেষণার ফলাফল জানা যাচ্ছে।
৮। ব্যাংকিং সেক্টরে Teleconferencing and Video Conferencing এর সুবিধা কী কী?
উত্তর: বর্তমানে ব্যাংকিং সেক্টরে টেলিকনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিং-এর ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের সময়মতো সেবা প্রদান করা হয়। ফলে গ্রাহকরা যেকোনো সময়ে তাদের সমস্যাগুলো সেবাদাতাদের কাছ থেকে জেনে নিতে পারে। বর্তমানে টেলিকনফারেন্সিং-এর মাধ্যমে যেকোনো ধরনের বিল পরিশোধ করা যায়। এতে করে গ্রাহকদের ভোগান্তি কমে যায়। আবার অনলাইনের মাধ্যমে যেকোনো সময় টাকা ট্রান্সফার করা যায়। দেশ-বিদেশে যেকোনো সময় টাকা পাঠানোর সুব্যবস্থা এই অনলাইনের মাধ্যমেই সম্পন্ন করা যায়। পাশাপাশি ব্যাংকিং সেক্টরের বিভিন্ন নিরাপদ লেনদেন ও কর্ম প্রক্রিয়া সম্পাদনে এগুলোর বহুল ব্যবহার গড়ে ওঠেছে। অর্থাৎ ব্যাংকিং সেক্টরে টেলিকনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সিং-এর ফলে এগুলোর সেবার মান আরও উন্নত হয়েছে।
৯। ভিডিও কনফারেন্সিং-এর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো লেখ।
উত্তর: ভিডিও কনফারেন্সিং-এর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো নিচে উল্লেখ করা হলো-
i. মাল্টিমিডিয়া কম্পিউটার বা ল্যাপটপ ii. মডেম iii. ইন্টারনেট সংযোগ
iv. ওয়েব ক্যামেরা v. ভিডিও কনফারেন্সিং উপযোগী সফটওয়্যার ইত্যাদি।
১০। সংবাদ সগ্রহে বিশ্বগ্রামের কীভাবে প্রভাব বিস্তার করে? ব্যাখ্যা করো।
উত্তর: বিশ্বের বিভিন্ন তথ্য বা সংবাদ, খবর সংগ্রহের কাজে নির্ভুলভাবে এবং ঐত অনুসন্ধান বা প্রাপ্তির জন্য ইন্টারনেট ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে।
বিশ্বগ্রামের মাধ্যমে রাজনৈতিক, খেলাধুলা, চাকুরির তথ্য, অনলাইন বুলেটিন বোর্ডের মাধ্যমে সকল খবর সংরক্ষণ এবং সহজে ও কম খরচে সংবাদ প্রাপ্তিসহ যাবতীয় তথ্য ব্যবস্থাপনা সম্ভব হয়েছে।
১১। দ্রুত লেনদেন সম্পাদনে ই-কমার্স কতটুকু গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্জিসং এবং মূল্য পরিশোধের অলাইন প্রক্রিয়াকে সামগ্রিকভাবে ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স বলে।
ই-কমার্স এর মাধ্যমে সহজে লেনদেন সম্পাদন করা যায়। স্বল্প সময়ে এবং খম খরচে বিজ্ঞাপন, যোগাযোগ অবকাঠামোগত উন্নয়ন প্রভৃতি কার্য সম্পাদন করা যায়।
১২। ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার কলতে কী বোঝায়?
উত্তর: টেলিফোন ও ডাটা নেটওয়ার্কের মাধ্যমে অর্থের স্থানান্তরের ব্যবস্থাকে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বলা হয়।
ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার করে মুদ্রার মানের পরিবর্তন হয় না কিন্তু হিসারের মধ্যে সমন্বয় সাধন করা হয়। লেনদেন কাজে সুবিধা ও নিরাপত্তার জন্য অটোমেটিক টেলার মেশিন (ATM) ব্যবহৃত হয়।
ডাটা দিয়ে ব্যাংকের লেনদেনে ম্যাগনেটিভ স্ট্রিপ (চৌম্বক কালির রেখা) বিশিষ্ট ব্যাংক কার্ড ব্যবহৃত হয়। যা দিয়ে যে কোনো সময় ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যায়।
১৩। রিজার্ভেশন সিস্টেম বলতে কী বোঝায়?
উত্তর: রিজার্ভেশন সিস্টেম হলো অনলাইন ভিত্তিক যাতায়াতের সিডউল তৈরি এবং আসন সংরক্ষণ করার ব্যবস্থা। বর্তমানে বিভিন্ন এয়ার লাইন অফিস, ট্রাভেল এজেন্ট অফিস, হোটেল প্রভৃতি স্থান্যোতায়াতের সিডিউল তৈরি করা এবং আসন ব্যবস্থা সংরক্ষণ করা হয়।
১৪। বুলেটিন বোর্ড বলতে কী বোঝায়?
উত্তর: বুলেটিন বোর্ড একটি শক্তিশালী বোর্ড, যা কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অন্যান্য। কম ক্ষমতাসম্পন্ন কম্পিউটার ও টেলিফোন লাইনের মাধ্যমে সংযুক্ত থাকে।
বুলেটিন বোর্ডে একদিকে যেমন সংরক্ষিত খবর দেখা যায় তেমনি নতুন খবর বোর্ডে রেখে দেওয়া যায়। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে বুলেটিন বোর্ড সর্বদা সক্রিয় রাখতে হয়। বুলেটিন বোর্ড সক্রিয় রাখার জন্য টেলিফোন লাইনের সাথে সংযোগ করতে হয়।
১৫। বাসস্থানের ক্ষেত্রে বিশ্বগ্রামের প্রভাব কতটুকু? ব্যাখ্যা করো।
উত্তর: আধুনিক বাসস্থান শিল্পে বিশ্বগ্রামের প্রভাব অপরিসীম। বিশ্বগ্রাম বাড়ি-ঘরের তৈরি, বাসস্থানের নকশা মাল্টিমিডিয়ার মাধ্যমে গ্রাহকের নিকট সরাসরি উপস্থাপন এবং যোগাযোগ ও লেনদেন সংক্রান্ত যাবতীয় কার্য সম্পাদনের মাধ্যমে বাসস্থান নির্মাণ ও ব্যবসায়িক কার্যাবলি সহজতর করেছে।
১৬। বিশ্বগ্রাম তথ্য ও যোগাযোগ ব্যবস্থার আধুনিক রূপ ব্যাখ্যা করো।
উত্তর: বিশ্বব্যাপী ইন্টারনেটের ব্যাপক ব্যবহারের ফলে যোগাযোগ ব্যবস্থার প্রভৃতি উন্নতি সাধিত হচ্ছে।
এখন মানুষ তাৎক্ষণিকভাবে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করতে চলতে পারে। বৈশ্বিক যোগাযোগের এ ব্যবস্থাকে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলে।
মানুষ দ্রুততার সাথে আন্তর্জাতিকভাবে সংগঠিত তথ্যাবলী সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহের মাধ্যমে নিজের তথ্য ব্যবসা বাণিজ্যের উন্নয়ন করতে পারছে বলে একে তথ্য ও যোগাযোগ ব্যবস্থার আধুনিক রূপ বলা হয়।
Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its Global village and Its