এইচএসসি ২০২৩ অর্থনীতি দ্বিতীয় পত্রের ৭ম অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক সাজেশন।

অর্থনীতির পরীক্ষার প্রস্তুতি যেন কোনভাবে কম না হয়ে যায়, সেই চিন্তা থেকেই ব্যাসিক ক্যাম্পাস নিয়ে আসলো অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন।

এর আগেও তোমরা এখান থেকে অনেকগুলো সাজেশন পেয়েছো।

এবং আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম সপ্তম অধ্যায়ের সাজেশন।

নিচে প্রশ্ন এবং উত্তর দুটি দেওয়া আছে।

আশা করি তোমাদের জন্য অনেক হেল্প হবে এই সাজেশন টি। কারন আমরা যে গাইড বইগুলো পড়ি সেখানে অনেক অনেক অনুধাবনমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন থাকে।

সেগুলো পড়তে গেলে হয়তোবা আমাদের অনেক সময় চলে যাবে। আর এই সময়টিকে কমিয়ে আনার জন্য এই সাজেশন।

সপ্তম অধ্যায়: মুদ্রাস্ফীতি

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক) 

১। ধাবমান মুদ্রাস্ফীতি কী?

উত্তর: অধিক মাত্রায় দামস্তরের বৃদ্ধি ঘটলে তাকে ধাবমান মুদ্রাস্ফীতি বলে। 

২। প্রকৃত মুদ্রাস্ফীতি কী? 

উত্তর: সামগ্রিক চাহিদা বাড়লে কেবল দামস্তরই বাড়ে, উৎপাদন বাড়ে না । দামস্তরের এ ধরনের বৃদ্ধিই হলো প্রকৃত মুদ্রাস্ফীতি । 

৩। উল্লম্ফন মুদ্রাস্ফীতি কী?

উত্তরঃ অত্যন্ত দ্রুতগতিতে দামস্তরের ঊর্ধ্বমুখী হারকে উল্লম্ফন মুদ্রাস্ফীতি বলে । 

৪। পয়েন্ট টু পয়েন্ট পদ্ধতি কী?

উত্তরঃ অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বৃদ্ধির হিসাব বের করার জন্য নির্দিষ্ট সময় পর পর (সাধারণত তিন মাস) হিসাব করার পদ্ধতিকে পয়েন্ট টু পয়েন্ট পদ্ধতি বলে। 

৫। দমিত মুদ্রাস্ফীতি কী? 

উত্তর: ক্রমাগত দামস্তর বৃদ্ধিকে সরকারি হস্তক্ষেপে দমনের বা নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা হলে তাকে দমিত মুদ্রাস্ফীতি বলে । 

৬। ভোক্তার মূল্যসূচক কী?

উত্তরঃ ভোক্তাদের ব্যয় সম্পর্কিত তথ্য সংগ্রহ করে মূল্যসূচক নির্ণয়ের পদ্ধতিকে ভোক্তার মূল্যসূচক বা CPI বলে । 

HSC Economics 2nd Paper Chapter 7 Short Question HSC Economics 2nd Paper Chapter 7 Short Question HSC Economics 2nd Paper Chapter 7 Short Question

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক) 

১। ‘সরকারি ব্যয় বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি ঘটে’- ব্যাখ্যা করো । 

উত্তর: অতিরিক্ত সরকাররি ব্যয় মুদ্রাস্ফীতি সৃষ্টি করে । দেশে বিভিন্ন অনুন্নয়ন ও উন্নয়নমূলক কাজের জন্য সরকার প্রায়ই তার আয়ের তুলনায় অনেক বেশি ব্যয় করে ফেলে। এমন ক্ষেত্রে অধিক ব্যয় মেটাতে গিয়ে স্বল্প সময়েই সরকারকে অতিরিক্ত নোট ছাপাতে হয় কিংবা বিদেশ থেকে ঋণ গ্রহণ করতে হয়। কিন্তু স্বল্পকালে উৎপাদন বাড়ানো সম্ভব হয় না বলে দামস্তর বাড়ে ও মুদ্রাস্ফীতি দেখা দেয় । 

২। মুদ্রাস্ফীতির সাথে অর্থের মূল্যের কি ধরনের সম্পর্ক রয়েছে? ব্যাখ্যা করো । 

উত্তর: মুদ্রাস্ফীতির সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক রয়েছে। 

দেশে যখন মুদ্রাস্ফীতির মাত্রা বাড়ে তখন দামস্তর বাড়ে। দামস্তরের সাথে মুত্রার মূত্রের সম্পর্ক বিপরীত। কাজেই দেশে যখন মুদ্রাস্ফীতির মাত্রা বাড়ে তখন দামস্তর বাড়ে অর্থাৎ অর্থের মূল্যের কমে যায়। আবার মুদ্রাস্ফীতির মাত্রা কমলে অর্থাৎ দামস্তর কমলে অর্থের মূল্য বাড়বে। 

৩। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কোন ধরনের মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়? 

উত্তরঃ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। 

সাধারণত কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটলে দ্রব্যসামগ্রী ও সেবার উৎপাদন বৃদ্ধির সাথে সাথে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় ও সরকারি ব্যয় তথা সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। এতে দেশে দামস্তর বৃদ্ধি পায় যা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হিসেবে বিবেচিত। তাই বলা যায়, অর্থনৈতিক উন্নয়নের ফলে সামগ্রিক চাহিদা বৃদ্ধির মাধ্যমে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় । 

৪। পরোক্ষ কর মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে- ব্যাখ্যা করো । 

উত্তরঃ সরকার ব্যাপকহারে দ্রব্যসামগ্রীর ওপর পরোক্ষ কর আরোপ করলে মূল্যস্তর বেড়ে যায় এবং মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়।  বাংলাদেশে পরোক্ষ করের হার ও আওতা ক্রমশ বাড়ছে। দ্রব্যসামগ্রীর দাম বৃদ্ধিকে পরোক্ষ কর নানাভাবে প্রভাবিত করে। সাম্প্রতিক বছরগুলোতে সরকার তার বর্ধিত ব্যয়ভার মেটানোর জন্য পরোক্ষ করের হার ক্রমান্বয়ে বাড়িয়েছে। এ বর্ধিত পরোক্ষ কর বেশির ভাগ ক্ষেত্রেই দ্রব্যাদির দাম বাড়ায়। কাজেই সরকারের রাজস্ব বৃদ্ধির এ প্রয়াসে জিনিসপত্রের দাম দ্রুত বেড়েছে। সুতরাং বলা যায়, পরোক্ষ কর মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে।

৫। মুদ্রাস্ফীতি কষ্টকর, কিন্তু মুদ্রাসংকোচন অযৌক্তিক’ ব্যাখ্যা করো । 

উত্তরঃ মুদ্রাস্ফীতি এমন এক অবস্থায় প্রকাশ করে যখন সাধারণ দামস্তর ক্রমাগতভাবে বাড়ে। অন্যদিকে মুদ্রাসংকোচন হলো এমন এক অবস্থা। সেখানে দামস্তর ক্রমাগতভাবে কমে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারলে সমাজের আয়, নিয়োগ ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। এজন্য অনেকেই মৃদু বর্ধনশীল মুদ্রাস্ফতিকে অর্থনৈতিক উন্নয়নে সহায়ক বলে মনে করেন। পক্ষান্তরে মুদ্রাসংকোচনের সময় দেশে আয়, উৎপাদন ও নিয়োগ হ্রাস পেতে থাকে। এ অবস্থায় চক্রাকারে আবর্তি হয়ে অর্থনীতিতে মন্দার সৃষ্টি হয়। তাই বলা হয়, মুদ্রাস্ফীতি কষ্টকর হলেও মুদ্রাসংকোচন অযৌক্তিক।

HSC Economics 2nd Paper Chapter 7 Short Question HSC Economics 2nd Paper Chapter 7 Short Question

৬। মজুদদার ও চোরাচালান ক্ষতিকর কেন? 

উত্তরঃ মুদ্রাস্ফীতির অন্যতম কারণ হলো চোরাকারবারি ও মজুতদারি। চোরাকারবারিরা অধিক লাভের আশায় দেশীয় উৎপাদিত পণ্য দেশের বাইরে পাচার করে দ্রব্যসামগ্রীর ঘাটতি সৃষ্টি করে। একইভাবে মজুতদাররা অবৈধভাবে দ্রব্যসামগ্রী মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে। এর ফলে দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধি পায় এবং দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয় । 

৭। অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি দেখা দেয়-ব্যাখ্যা কর। 

উত্তরঃ সরকারি ও বেসরকারি পর্যায়ে অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। সামাজিক অনুষ্ঠান, শিশুপার্ক, স্টেডিয়াম ইত্যাদি ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি করে। ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। 

৮। মুদ্রাস্ফীতির সাথে অর্থের মূল্যের কী ধরনের সম্পর্ক রয়েছে? ব্যাখ্যা কর। 

উত্তরঃ মুদ্রাস্ফীতির সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক রয়েছে। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা পূর্বের তুলনায় কম দ্রব্যসামগ্রী ক্রয় করা যায়। সুতরাং, অর্থের মূল্য হ্রাস পায়। আবার মুদ্রাস্ফীতি হ্রাস পেলে নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা পূর্বের তুলনায় বেশি দ্রব্যসামগ্রী ক্রয় করা যায় অর্থাৎ অর্থের মূল্য বৃদ্ধি পায়। 

৯। মুদ্রার ক্রয়ক্ষমতা কাকে বলে? 

উত্তরঃ সাধারণত মুদ্রার বিনিময়ে আমরা কোনো দ্রব্য কিনতে পারি। নির্দিষ্ট পরিমাণ মুদ্রার দ্বারা যে নির্দিষ্ট দ্রব্য বা সেবা ক্রয় করা যায় তাই ঐ মুদ্রার ক্রয়ক্ষমতা। মুদ্রার ক্রয়ক্ষমতা বাড়লে একই পরিমাণ মুদ্রা নিয়ে বেশি দ্রব্য কেনা যায়। আর ক্রয়ক্ষমতা কমলে দ্রব্য কেনার ক্ষমতাও কমে যায়। 

HSC Economics 2nd Paper Chapter 7 Short Question HSC Economics 2nd Paper Chapter 7 Short Question

গ ও ঘ নং প্রশ্ন (প্রয়োগ ও উচ্চতর দক্ষতা) এর জন্য গুরত্বপূর্ণ বিষয়াবলি 

মুদ্রাস্ফীতি • মুদ্রাস্ফীতির ধারণা • মুদ্রাস্ফীতির পরিমাপ • মুদ্রাস্ফীতির কারণ • মুদ্রাস্ফীতির প্রভাব • বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ • বাংলাদেশে মুদ্রাস্ফীতির প্রতিকারের উপায়। 

HSC Economics 2nd Paper Chapter 7 Short Question HSC Economics 2nd Paper Chapter 7 Short Question

সৃজনশীল প্রশ্নঃ 

১।

image 8

ক. ধাবমান মুদ্রাস্ফীতি কী?

খ. “মুদ্রাস্ফীতি কষ্টকর, কিন্তু মুদ্রা সংকোচন অযৌক্তিক”- ব্যাখ্যা কর । 

গ. উদ্দীপকে চিত্র-১ এবং চিত্র-২ দ্বারা কী বোঝানো হয়েছে- তা ব্যাখ্যা কর। 

ঘ. উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতি রোধে আর্থিক নীতি ও রাজস্ব নীতির কার্যকারিতা বিশ্লেষণ কর । 

২। ইদানিং বাজারে জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ছে। যার ফলশ্রুতিতে অর্থনীতিতে নানা ধরনের প্রভাব সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রেই যা নেতিবাচক। বিষয়টি নিয়ন্ত্রণের জন্য সরকার আর্থিক ও রাজস্ব নীতিসহ বিভিন্ন ধরনের নীতি কর্মসূচি গ্রহণ করছে। 

ক. ব্যাংক হার কী? 

খ. মজুদদার ও চোরাচালান ক্ষতিকর কেন? 

গ. উদ্দীপকে অর্থনীতির যে বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে তা বর্ণনা কর। 

ঘ. বিষয়টি নিয়ন্ত্রণের কোনো একক পদ্ধতি যথেষ্ট কি? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর। 

HSC 2023 Economics 2nd Paper Chapter 7 Short Question And Creative Question HSC 2023 Economics 2nd Paper Chapter 7 Short Question And Creative Question

৩। বাংলাদেশি অর্থনীতিবিদ এম.আর ফারুক সেনেগাল সরকারের অর্থ বিভাগের পরামর্শক হিসেবে প্রায় ১০ বছর কাজ করেছেন। এ সময়ে তিনি লক্ষ করলেন প্রায়ই সেনেগালে দ্রব্যসামগ্রীর যোগান বৃদ্ধি না পেয়ে অর্থের যোগান বৃদ্ধি পায়। এতে অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায়, দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। আর এরূপ প্রবণতা ধারাবাহিকভাবে চলতে থাকে। দ্রব্যের দাম এভাবে বৃদ্ধি পাওয়ার ফলে দেশটির অর্থনৈতিক অবস্থা ও দ্রব্যমূল্যের বাজারে বেশ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। 

ক. CPI এর পূর্ণরূপ কী ? 

খ. ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে? 

গ. সেনেগালের মুদ্রাবাজারের যে অবস্থা লক্ষ করা যায় তা দামস্তর বৃদ্ধির কারণ ও তার মাত্রা অনুসারে শ্রেণিবিভাগ ব্যাখ্যা কর। 

ঘ. উক্ত ধরনের বাজারের কারণ ও প্রক্রিয়াভিত্তিক মুদ্রাস্ফীতি বিষয়টি মূল্যায়ন কর। 

৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ২০৪নং কক্ষের আবাসিক ছাত্র আবির ও তাহসিন। তারা দুজনেই অর্থনীতি সম্মান তৃতীয় সেমিস্টারের ছাত্র। তারা একদিন আলোচনা করছিল অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পেলে এবং দ্রব্যের দাম ক্রমাগত বৃদ্ধি পেলে দেশের অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়ে এ নিয়ে। আবির তার আলোচনায় বলল এ সময় দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান হ্রাস পায়। এসময় দরিদ্র শ্রেণির মানুষের কাছ থেকে ধনীদের কাছে আয় ও সম্পদ স্থানান্তর হয়। মানুষের সঞ্চয় হ্রাস পায় এবং সামাজিক ক্ষেত্রে হতাশা বাড়ে। 

ক. সরকারের ঘাটতি ব্যয় কী? 

খ. উৎপাদন ও কর্মসংস্থানের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব লেখ। 

গ. আবির ও তাহসিনের আলোচনায় বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতিরি যে প্রভাব তুলে ধরা হয়েছে তার ব্যাখ্যা দাও ৷ 

ঘ. উদ্দীপকে আলোচিত বিষয়গুলো ছাড়াও মুদ্রাস্ফীতির বেশকিছু প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে লক্ষ করা যায়- বিশ্লেষণ কর। 

৫। সেলিম গ্রামের একজন সাধারণ মানুষ; লেখাপড়াও কম জানে সে তত্ত্ব কথাও খুব বেশি বুঝে না। সে শুধু বুঝে দ্রব্যসামগ্রীর দাম বাড়াল না কমল। পণ্যসমগ্রীর দাম যখন ক্রমাগত বাড়তে থাকে তখন সেলিম ও তার আশপাশের মানুষ কষ্টের মধ্যে থাকে এবং তখনই বুঝতে পারে দেশে মুদ্রাস্ফীতি 

ঘটছে। মানুষের ক্রয়ক্ষমতা কমছে এবং দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। সবাই এ পরিস্থিতির উন্নতি চায়। তাই সরকারের উচিত মুদ্রাস্ফীতি রোধে বিভিন্ন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। 

ক. মুদ্রাস্ফীতি কাকে বলে? 

খ. ভোক্তার মূল্য সূচক বলতে কী বোঝা? 

গ. সেলিমের মতে, মুদ্রাস্ফীতির সময় মানুষ কী ধরনের অবস্থার সম্মুখীন হয়? 

ঘ. মুদ্রাস্ফীতি রোধে সরকারের কি করণীয় বলে তুমি মনে কর। 

HSC Economics 2nd Paper Chapter 7 Short Question HSC Economics 2nd Paper Chapter 7 Short Question HSC Economics 2nd Paper Chapter 7 Short Question HSC Economics 2nd Paper Chapter 7 Short Question HSC Economics 2nd Paper Chapter 7 Short Question HSC Economics 2nd Paper Chapter 7 Short Question HSC Economics 2nd Paper Chapter 7 Short Question HSC Economics 2nd Paper Chapter 7 Short Question HSC Economics 2nd Paper Chapter 7 Short Question HSC Economics 2nd Paper Chapter 7 Short Question

Leave a Reply