HSC ICT CHAPTER-1 পাঠ-৪: কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence), রোবোটিক্স ও এক্সপার্ট সিস্টেম

কৃত্রিম বুদ্ধিমত্তা:

কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি নেই। এটি শুধু নিজের কাছে সংরক্ষিত তথ্য এবং প্রোগ্রামের আলোকে কাজ করতে পারে।

কোন সমস্যার আলোকে নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে না। কম্পিউটারও যাতে কোন সমস্যা দেখা দিলে নিজ থেকে সিদ্ধান্ত নিতে পারে তার জন্য এর ভেতর অনেক সমস্যার সমাধান ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটিকেই বলে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা।

artificial-intelligence
Artificial intelligence

অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence) হলো মানুষের চিন্তাভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তিনির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেয়ার ব্যবস্থা।

এটি বর্তমানে কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা হিসেবে পরিচিতি লাভ করেছে। এই শাখায় কম্পিউটারকে মানুষের মতো চিন্তাভাবনা করে অসম্পন্ন তথ্য ব্যবহার করে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছবে, সমস্যার সমাধান করবে, পরিকল্পনা প্রণয়ন করবে।

MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে পরিচয় করিয়ে দেন। ক্রমেই এটি বিস্তৃতি লাভ করছে এবং বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার বেড়েই চলেছে।

মানুষ একই সময়ে বিভিন্ন চিন্তা করতে পারে না সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন পঞ্চম প্রজম্মের কম্পিউটারগুলো একই সময়ে বগুবিধ কাজ দ্রুততার সাথে সম্পন্ন করতে পারে।

কম্পিউটার কিভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে সমস্যার সমাধান করবে, কিভাবে বিচক্ষণতার মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করবে প্রভৃতি বিষয়গুলোর উপর গবেষণা চালানো হচ্ছে।

জ্ঞানের ক্ষেত্রসমূহঃ

(১) বুদ্ধিবৃতিক বিজ্ঞান – এক্সপার্ট সিস্টেম, লার্নিং সিস্টেম, ফাজি লজিক, নিউরাল নেটওয়ার্ক, জেনেটিক এলগরিদম, ইন্টেলিজেন্ট এজেন্ট,

(২) রোবোটিক্স – ভিজু্য্যাল পারসেপসন, ট্যাক্টিলিটি, ডেক্সটারিটি, লোকোমোশন, নেভিগেশন,

(৩) ন্যাচারাল ইন্টারফেস – ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, স্পিচ রিকগনিশন, মাল্টিসেন্সরি ইন্টারফেস, ভার্চুয়াল রিয়েলিটি।

জনকঃ অ্যালান টুরিং

এক্সপার্ট সিস্টেম:

একটি প্যাকেজ সফটওয়্যার যা সুসংগঠিত তথ্য ব্যবহার করে কম্পিউটারকে কোন বিষয়ে দক্ষ বা বিশেষজ্ঞ করে তোলে। অন্যভাবে বলা যায়, এটি এক ধরনের সিদ্ধান্ত সমর্থন পদ্ধতি যা নির্দিষ্ট বিষয়ে মানুষের ন্যায় কৃত্রিম দক্ষতা নিয়ে তৈরী।

রোবটিক্স (Robotics):

রোবোটিক্স হলো প্রযুক্তির একটি শাখা যেটি রোবটসমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে। পাশাপাশি এটি রোবটসমূহের নিয়ন্ত্রণ, সেন্সরি ফিডব্যাক এবং তথ্য প্রক্রিয়াকরণের জন্য কম্পিউটার সিস্টেমগুলোর জন্যও কাজ করে।

istockphoto 1383558438 170667a

এসব প্রযুক্তি অটোমেটেড মেশিনগুলোর সাথে কাজ করে যা বিপজ্জনক পরিবেশ বা উৎপাদন প্রক্রিয়াসমূহে মানুষের স্থান দখল করে কিংবা মানুষের উপস্থিতি, আচরণ ইত্যাদির সাথে মিল থাকে।

এই প্রযুক্তিটি কম্পিউটার বুদ্ধিমত্তা সংবলিত এবং কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট মেশিন তৈরি করে যেগুলো আকৃতিগত দিক থেকে অনেকটাই মানুষের মতো হয় এবং অনেকটা মানুষের মতোই দৈহিক ক্ষমতাসম্পন্ন থাকে।

বৈশিষ্ট্যঃ দৃষ্টিশক্তি বা ভিজুয়্যাল পারশেপসন, স্পর্শ বা ইন্দ্রিয়গাহ্য সক্ষমতা, নিয়ন্ত্রণ ও ম্যানিপুলেশনের ক্ষেত্রে দক্ষতা বা নিপুনতা, যেকোনো স্থানে দৈনিকভাবে নড়াচড়ার ক্ষমতা বা লোকোমোশন, কোনো একটি গন্তব্যে কারো যাবার পথকে যথাযথভাবে খুজে বের করার বুদ্ধিমত্তা বা নেভিগেশন।

কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে নানারকম বিপজ্জনক ও পরিশ্রমসাধ্য কাজ যেমন ওয়েল্ডিং, ঢালাই, ভারি মালামাল উঠা-নামা, যন্ত্রাংশ সংযোজন, গাড়ি রং করা ইত্যাদি কাজ করা হয়।

বর্তমানে বোমা নিষ্ক্রিয়করণ, ভারি কলকারখানা, মহাকাশে রোবট, মিলিটারি, সিকিউরিটি (প্রতিরক্ষা), উদ্ধার, মানুষবিহীন গাড়ি, পনির নীচে কর্মপোযোগী যান টেলি অপারেশন, মেডিকেল সার্জারি এমনকি বর্তমানে উন্নত দেশে বাসাবাড়িতে দৈনন্দিন কাজে, বিনোদন রোবট যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজে ব্যবহৃত হচ্ছে।

উদ্ভাবকঃ জর্জ চার্লস ডেভল।

জনকঃ জোসেফ ফ্রেদরিক অ্যাঞ্জেলবার্গ।

HSC ICT Chapter-1 পাঠ-১: তথ্য ও প্রযুক্তি (Information Technology)

HSC ICT Chapter-1 পাঠ-২: বিশ্বগ্রাম ও তার উপাদান (Global village and Its components)

HSC ICT Chapter-1 পাঠ-৩: ভার্চুয়াল রিয়েলিটি ও এর ব্যবহার(Virtual Reality & its uses)

Artificial Intelligence Class YouTube Link:

ক-অংশ – জ্ঞানমূলক প্রশ্নোত্তরঃ (১ নম্বর)

১। কৃত্রিম বুদ্ধিমত্তা কী?

উত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তা: মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, কৃত্তিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনা করার সক্ষমতার রুপদান করাকে Artificial Intelligence বা কৃত্তিম বুদ্ধিমত্তা বলা হয়।

২। রোবটিক্স কী?

উত্তর: রোবটি: টেকনোলজির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হয়।

৩। রোবট কী?

উত্তর: রোবট রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা; যা মানুষ যেভাবে কাজ করে তা সেভাবে কাজ করতে পারে অথবা এর কাজের ধরন দেখে মনে হবে এর কৃত্রিম বুদ্ধিমত্তা আছে।

৪। Expert System কী?  

উত্তর: Expert System: এক্সপার্ট সিস্টেম এমন একটি সিস্টেম যার সাহায্যে সফটওয়্যার এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কোনো জটিল সমস্যার সমাধান অথবা সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এক্সপার্ট সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিতে প্রতিষ্ঠিত।

খ-অংশ – অনুধাবনমূলক প্রশ্নোত্তরঃ (২ নম্বর)

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা কর।

উত্তরঃ মানুষের চিন্তা ভাধনার অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিটাকে কৃত্রিম উপায়ে প্রযুক্তিনির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাটাই হলো artificial intelligence বা কৃত্রিম বুদ্ধিমত্তা।

বুদ্ধিমত্তা শব্দটি কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে ধারণা করতে পারা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, যেকোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারা, অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে পারা, নতুন অবস্থার পরিপ্রেক্ষিতে দ্রুত এবং সফলভাবে সাড়া দেওয়া প্রভৃতি বিশেষ গুণের সমষ্টিগত রূপ। যখনই এই গুণগুলোকে সিস্টেমের মাঝে সিমুলেট করা সম্ভব হয় তখন তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।

কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম বুঝিয়ে লেখ।

উত্তর: এক্সপার্ট সিস্টেম এমন একটি সিস্টেম যার সাহায্যে সফটওয়্যার এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কোনো জটিল সমস্যার সমাধান অথবা সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এক্সপার্ট সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিতে প্রতিষ্ঠিত। সুতরাং বলা যায় কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম।

যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে– ব্যাখ্যা কর।

উত্তর: তথ্য প্রযুক্তির কল্যাণে বর্তমানে অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এমনই একটি যন্ত্র হলো রোবট, যা অত্যন্ত দ্রুত, কান্তিহীন এবং নিখুঁত কর্মক্ষম স্বয়ংক্রিয় আধুনিক যন্ত্র।

কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে নানারকম বিপজ্জনক ও পরিশ্রমসাধ্য কাজ যেমন ওয়েল্ডিং, ঢালাই, ভারি মালামাল উঠা-নামা, যন্ত্রাংশ সংযোজন, গাড়ি রং করা ইত্যাদি কাজ করা হয়।

বর্তমানে বোমা নিষ্ক্রিয়করণ, ভারি কলকারখানা, মহাকাশে রোবট, মিলিটারি, সিকিউরিটি (প্রতিরক্ষা), উদ্ধার, মানুষবিহীন গাড়ি, পনির নীচে কর্মপোযোগী যান টেলি অপারেশন, মেডিকেল সার্জারি এমনকি বর্তমানে উন্নত দেশে বাসাবাড়িতে দৈনন্দিন কাজে, বিনোদন রোবট যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজে ব্যবহৃত হচ্ছে।

রোবটিক্স প্রযুক্তি মানুষের কাজকে কিভাবে সহজ করেছে?

উত্তর: রোবটিক্স প্রযুক্তি মানুষের কাজকে অনেক সহজ করে দিয়েছে।

শিল্প কারখানার প্রতিকূল পরিবেশে কাজ করা মানুষের পক্ষে অসম্ভব এমন অনেক। জায়গায় রোবটিক্সের মাধ্যমে অনেক কাজ সম্পাদন করা যায়। বিভিন্ন খনি মহাকাশ ইত্যাদি জায়গায় বর্তমান যুগে রোবটিক্স এর ব্যবহার হচ্ছে।

বিশেষ প্রযুক্তির কিছু কম্পিউটার মানুষের মতে সিদ্ধান্ত গ্রহণে সক্ষম-ব্যাখ্যা কর।

উত্তরঃ বিশেষ প্রযুক্তির কিছু কম্পিউটার মানুষের মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা।

মানুষের চিন্তা-ভাবনাগুলো কৃত্রিম উপায়ে কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার দরুন কম্পিউটারের ভাবনা-চিন্তাগুলো মানুষের মতোই হয়।

যেখানে মানুষ একই সময়ে বিভিন্ন চিন্তা করতে পারে না সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন পঞ্চম প্রজম্মের কম্পিউটারগুলো একই সময়ে বগুবিধ কাজ দ্রুততার সাথে সম্পন্ন করতে পারে।

কম্পিউটার কিভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে সমস্যার সমাধান করবে, কিভাবে বিচক্ষণতার মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করবে প্রভৃতি বিষয়গুলোর উপর গবেষণা চালানো হচ্ছে।

Artificial Intelligence Artificial Intelligence Artificial Intelligence Artificial Intelligence Artificial Intelligence Artificial Intelligence Artificial Intelligence

Leave a Reply